কার্শিয়াংয়ের পাহাড়ি ছেলের ঝুলিতে সিলভার এগ অ্যাওয়ার্ড

সেখানেই সেরার তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে নেয় এই ছবি। বিবেকের ঝুলিতে আসে আন্তর্জাতিক সম্মান ‘সিলভার এগ অ্যাওয়ার্ড’। 

Must read

উত্তরে পর্যটকদের প্রাণকেন্দ্র ‘কার্শিয়াং’ (Kurseong)। সেই কার্শিয়াংয়ের মুকুটে এবার আন্তর্জাতিক পালক। চলতি বছরের কুস্টেনডর্ফ আন্তর্জাতিক চলচ্চিত্র ও সঙ্গীত উৎসবে দ্বিতীয় সেরা বেস্ট শর্ট ফিল্ম ক্যাটাগরিতে সিলভার এগ অ্যাওয়ার্ড পেল পাহাড়ি শহরের ছেলে বিবেক রাই। তার তৈরি শর্ট ফিল্মে
হল ‘শান্তি’। কার্শিয়াং পাহাড়ের জীবনশৈলীকে কেন্দ্র করেই এই ছবি তৈরি হয়েছে। ২৩ থেকে ২৮ জানুয়ারি সার্বিয়ায় অনুষ্ঠিত হওয়া ফিল্ম ফেস্টিভ্যালে বিবেক ছবিটি প্রকাশ্যে আনেন। সেখানেই সেরার তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে নেয় এই ছবি। বিবেকের ঝুলিতে আসে আন্তর্জাতিক সম্মান ‘সিলভার এগ অ্যাওয়ার্ড’।

আরও পড়ুন-পরীক্ষার আগেই ম্যাজিক নম্বর নিয়ে সতর্কবার্তা সংসদের

এপ্রিল স্কাইজ ফিল্মস প্রোডাকশন হাউসের ব্যানারে শর্ট ফিল্মটি চিমি আংমু লামার ছোট গল্পের সংকলন ‘এক মুক্তা মুনাল’ এর উপর ভিত্তি চিন্তাভাবনা করা হয়েছে। ১৭ মিনিটের ছবিটি কার্শিয়াং মহকুমার সিটং-এ শ্যুট করা হয়েছিল। শর্ট ফিল্মটি পূর্বে দার্জিলিং, কার্শিয়াং এবং শিলিগুড়িতে দেখানো হয় এবং ২৩ ডিসেম্বর কালিম্পং শহরে দেখানো হয়। সিকিমেও প্রদর্শিত হয় এই ছবি।

আরও পড়ুন-মহামেডানের পাশে মুখ্যমন্ত্রী আই লিগে প্রথম হার ডেভিডদের

বিবেক রাই এই মর্মে জানান , ‘কুস্টেনডর্ফ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ সিলভার এগ অ্যাওয়ার্ড আমার কাছে খুব আনন্দের। এই বছর আমাদের চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে, আমরা সত্যিই অত্যন্ত ভাগ্যবান৷ এটি কেবল আমাদের অনুপ্রাণিত করবে না, গোটা উত্তরবঙ্গ ও পাহাড়ের অন্যান্য চলচ্চিত্র নির্মাতাদেরও কাছে এটি গর্বের একটি মুহূর্ত।’

Latest article