শনিবার ছত্তিশগড়ের (Chattisgarh) রায়পুর স্টেশনে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের (আরপিএসএফ) (RPF) এক কনস্টেবলের রাইফেল থেকে হঠাৎ করেই গুলি বেরিয়ে যায়। তিনি নিহত হয়েছেন। তাছাড়া এক যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে এসকর্ট ডিউটি শেষে সারনাথ এক্সপ্রেস ট্রেন থেকে এক সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে আরপিএসএফের একটি দল এসেছিল। এরপরেই হঠাৎ কনস্টেবল দীনেশ চন্দ্র (৩০) ট্রেনের এস-২ কামরা থেকে বেরোনোর সময় তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি বেরিয়ে যায় এবং তাঁর বুকে গুলি লাগে।
পুলিশের তরফে জানা গিয়েছে, দু’জনকেই একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃত জওয়ান রাজস্থানের বাসিন্দা। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে শিয়ালদা থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে এক সেনা জওয়ান গুলি চালিয়েছিলেন। ওই জওয়ানের কাছে হাওড়া-শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের টিকিট ছিল। তিনি শিয়ালদা- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ওই সেনা জওয়ানের নাম হরবিন্দর সিং। বয়স ৪১ বছর।
আরও পড়ুন-রাজ্যের পড়ুয়াদের পাশে রাজ্য সরকার
৩১শে জুলাই ২০২৩ মুম্বইতে চলন্ত ট্রেনে গুলি চালিয়ে চারজনকে খুন করেছিল এক আরপিএফ কনস্টেবল। নাম চেতন সিং। পরে তিনি গ্রেফতার হন।