‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-কৃষক আন্দোলনে ফের ধুন্ধুমার কাণ্ড
মা-মাটি-মানুষ
হায় পিত্ত তুমি যে এত মিঠে
তা তো জানতাম না
হে চিত্ত তুমি যে হারিয়েছো ভিটে
তবে তো জন্মাতাম না!
ও মা তোমার মুখ কেন অশ্রুসিক্ত
তোমার বসন ছিন্নভিন্ন।
ও মাটি তোমার বক্ষ কেন রিক্ত
তুমি কেন অন্ন-দীর্ণ।
ও মানুষ তুমি কি হারিয়েছো
মনুষ্য সমাজে মনুষ্যত্ব?
ও সবুজ তুমি কি সাজিয়েছো
অবুঝ বাগানে দাসত্ব?
ও পৃথিবী তুমি কি অধরা!
তোমার দিগন্তে আগুন।
ও বিশ্বায়ন তুমি কি খরা?
স্রোতস্বিনী নদীকে খুঁজুন।