কৃষক আন্দোলনে ফের ধুন্ধুমার কাণ্ড

Must read

পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচতে এবার মাটি মাখা শুরু করলেন কৃষকেরা। বিজেপি শাসিত হরিয়ানা পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাস থেকে বাঁচতে মুখে মুলতানি মাটি মাখলেন তাঁরা। সেইসঙ্গে শম্ভু সীমানায় ঘুড়ি ওড়াতেও শুরু করেছেন কৃষকদের একাংশ।

এদিকে কৃষকদের আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। বুধবার সকাল থেকেই ফের সক্রিয় হন কৃষকরা। অন্যদিকে দিল্লি-সোনিপত লাগোয়া সিঙ্ঘু সীমানা পেরিয়ে তাঁরা যাতে রাজধানীতে ঢুকতে না পারে সেই দিকে নজর রাখে পুলিশ। দু’পক্ষের সংঘাত চরমে। হরিয়ানা-পাঞ্জাব থেকে কৃষকদের ট্রাক্টর দিল্লি ঢোকার আগেই আটকানো হবে, জানিয়েছে দিল্লি পুলিশ। তাদের কথায়, কৃষকদের কোনও সুযোগই দেওয়া যাবে না। বুধবার সকাল থেকেই সিঙ্ঘু সীমানায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়। নামানো হয় র্যাফ। গাজিপুর সীমান্তে বহুস্তরীয় ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে কৃষকদের ‘দিল্লি চলো’ কীভাবে মোকাবিলা করা হবে, সেই কথা বলা হয়েছে। সেখানে স্পষ্ট করা হয়েছে, আন্দোলন মোকাবিলায় কৃষকদের প্রতি কোনও নরম মনোভাব দেখাবে না পুলিশ। কৃষকেরা যদি আক্রমণাত্মক হয়, তবে তা কঠোর হাতেই দমন করতে হবে। দিল্লি সীমান্তে মোতায়েন করা পুলিশ এবং র্যাফ-কে বলা হয়েছে, আমাদের নিজেদের রক্ষা করতে হবে। সেই সঙ্গে আমাদের কৃষকদের বোঝাতে হবে যে, তাঁরা ব্যারিকেড টপকে এগোতে পারবেন না। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করতেও বলা হয়েছে। কৃষকদের রুখতে পাঞ্জাব-হরিয়ানা সীমানা এবং দিল্লিতে ঢোকার সমস্তরকম প্রবেশপথে ব্যারিকেড, কাঁটা দেওয়া তার জড়িয়ে কার্যত দুর্গের চেহারা দেওয়া হয়েছে। দিল্লির টিকরি সীমানার দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সরস্বতী পুজোয় ৫ টাকায় খিচুড়ি, লাবড়া মা ক্যান্টিনে

এদিকে বৃহস্পতিবার পাঞ্জাবে রেল অবরোধের ডাক দিয়েছে পাঞ্জাবের কৃষকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান ফার্মার্স ইউনিয়ন (উগ্রাহা)। দিল্লি যাওয়ার পথে কৃষকদের উপর কাঁদানে গ্যাস ছোঁড়া এবং লাঠিচার্জের প্রতিবাদে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দেওয়া হয়েছে

Latest article