প্রতিবেদন : উপকূলবর্তী তিন জেলার মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুবিধা সম্পর্কে মৎস্যজীবীদের ওয়াকিবহাল করতে এবং তাঁদের সেই সুবিধা পেতে সাহায্য করতে সোমবার থেকে শুরু হচ্ছে মৎস্য খটিভিত্তিক সহায়তা শিবির।
আরও পড়ুন-ড্রোন কিনতে এবার কৃষকদের ভর্তুকি দেবে রাজ্য, ফের পাশে বাংলার কৃষকবন্ধু সরকার
বড় ভূমিকা নিচ্ছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। পূর্ব মেদিনীপুরের ৪২টি খটিতে শিবির হবে। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি হবে শিবির। এরপর ২২ ফেব্রুয়ারি খেজুরির নোনাপাতাতে হবে সভা। ২৩ তারিখ সভা হবে জুনপুটে। ২৪ তারিখ মন্দারমণির দাদনপাত্রবারে রামনগর ১ ও ২-এর খটি নিয়ে হবে আলোচনা। প্রতিটি সভায় স্থানীয় খটি শ্রমিকেরা থাকবেন।