প্রতিবেদন : আজ, মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। চোপড়ায় বিএসএফের গাফিলতিতে ৪ শিশুমৃত্যুর ঘটনায় প্রবল চাপে রাজ্যপাল। একদিকে তৃণমূলের চাপ, পাশাপাশি চোপড়া নিয়ে জনরোষ। সব মিলিয়ে চাপে পড়েই এবার চোপড়ামুখী হলেন তিনি। এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতা ফিরে তারপর রাতেই দার্জিলিং মেলে কিষাণগঞ্জের উদ্দেশে রওনা দেবেন।
আরও পড়ুন-উল্টোডাঙা থেকে গড়িয়া, বাড়বে সৌন্দর্য, কমবে দুর্ঘটনা
সেখান থেকে সড়কপথে চোপড়া। মঙ্গলবার দিনভর চোপড়ায় থাকার কথা তাঁর। বিএসএফের অবৈধ নির্মাণের জেরে চোপড়ায় ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। রাজ্যপাল সন্দেশখালি যেতে পারলে, চোপড়া কেন যাবেন না? প্রশ্ন তুলে তাঁকে চাপে ফেলে দিয়েছিল তৃণমূল। রাজ্য মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোয় আরও বিপাকে পড়েন তিনি। রাজ্যপালের চোপড়া যাওয়া নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যপালের সৎবুদ্ধি হয়েছে, তিনি তৃণমূলের চাপে পড়ে চোপড়া যাচ্ছেন।