আজ, ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার ঘুমের মধ্যেই প্রয়াত জনপ্রিয় গায়িকা অসীমা মুখোপাধ্যায় (Ashima Mukherjee)। নিজ বাসভবনেই মৃত্যু হয়েছে অসীমাদেবীর। তাঁর গাওয়া চৌরঙ্গী সিনেমার জন্য ‘বড় একা লাগে এই আঁধারে’ আজও রীতিমত জনপ্রিয়। অসীমা মুখোপাধ্যায়ের পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আজ খুব ভোরে মারা যান এই কিংবদন্তি ব্যক্তিত্ব। বেশ কয়েকমাস ধরেই বেশ অসুস্থ ছিলেন অসীমাদেবী। তাছাড়া, পারকিনসন্সের সমস্যায় ভুগছিলেন। আজ ভোরে কার্ডিয়াক অ্য়ারেস্ট হয়েই মৃত্যু হয় টলিউডের উজ্জ্বল নক্ষত্রের।
আরও পড়ুন-অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি ও নাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফের পরীক্ষার আর্জি
প্রসঙ্গত, অসীমা মুখোপাধ্যায় পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী। পার্থবাবু ২০১৭ সালের ২৫ ডিসেম্বর মারা যান। অসীমা মুখোপাধ্যায় গায়িকা, সুরকার, প্রযোজক হিসেবে বহুদিন সিনেমার জগতে কাজ করেছেন। অসীমাদেবীর প্রযোজনাতে উত্তম কুমার ‘চৌরঙ্গী’, ‘মেমসাহেব’, ‘বাঘবন্দী খেলা’র মতো কালজয়ী ছবিতে কাজ করেছেন। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল পারিবারিক স্তরে। প্রতিবছর নিয়ম মেনে তাঁর হাতে ভাই ফোঁটা নিতেন উত্তম কুমার।