অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি ও নাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফের পরীক্ষার আর্জি

অ্যাডমিট কার্ডে (Admit card) সানি লিওনের (Sunny Leone) ছবি ও নাম। যোগীরাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে পারলেন না এক ব্যক্তি।

Must read

অ্যাডমিট কার্ডে (Admit card) সানি লিওনের (Sunny Leone) ছবি ও নাম। যোগীরাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে পারলেন না এক ব্যক্তি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি আবার নতুন করে পরীক্ষা পরিচালনা করার জন্য অনুরোধ জানান। এর আগে, ইউপি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে সানি লিওনের নাম এবং ছবি স্পষ্ট দেখা যায়। শনিবার থেকে উত্তরপ্রদেশে পুলিশের পরীক্ষা শুরু হয়েছে। ৬০,২৪৪ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য সমস্ত জেলা জুড়ে দুটি অংশে দুই দিনের পরীক্ষা হয়েছে।

আরও পড়ুন-পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে খু.ন আন্ডারওয়ার্ল্ড ডন

এক্স-এ পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে অ্যাডমিট কার্ডটিতে অভিনেত্রীর দুটি ছবি সহ “সানি লিওন” লেখা। প্রবেশপত্রে আরও বলা হয়েছে যে পরীক্ষাটি কনৌজের শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজে ১৭ই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২.০৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড (ইউপিপিআরবি) স্পষ্ট করে দিয়েছে যে লিওনের নামের অ্যাডমিট কার্ডটি আসল নয়। তাদের তরফে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে সাইন আপ করার সময় একজন ব্যক্তি ভুল ছবি আপলোড করেছেন, প্রকৃত ব্যক্তি, ধর্মেন্দ্র সিং হিসাবে চিহ্নিত হয়েছেন এবং তিনি থানায় বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন-আন্তর্জাতিক চাপে নতিস্বীকার নয়, অনড় নেতানিয়াহু

পুলিশ কর্মীদের সাথে দেখা করার পর সাংবাদিকদের পরীক্ষার্থী সিং বলেন, ‘আমি কুলপাহাড়ের ধর্মেন্দ্র সিং। আমি ইউপি পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছিলাম এবং আমার নাম, ফটো এবং আধার কার্ড নম্বর সহ সঠিক প্রমাণপত্র দিয়েছিলাম। যখন আমি অ্যাডমিট কার্ড হাতে পাই, তখন তাতে সানি লিওনের নাম এবং ছবি দেখে আমি অবাক হয়েছিলাম। আমি পুলিশ অফিসার হয়ে মানুষের সেবা করতে চেয়েছিলাম। আমি গত দুই বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অ্যাডমিট কার্ডে আমার নাম ও ছবি পরিবর্তন করার পর আমি পরীক্ষায় উপস্থিত হইনি। এ বিষয়ে জানতে চাইলে আমাকে বলা হয়, এখন কিছু করা যাবে না। আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আবার পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করছি।’

 

Latest article