আন্তর্জাতিক চাপে নতিস্বীকার নয়, অনড় নেতানিয়াহু

এখনও পর্যন্ত গাজায় হামাসের হাতে বন্দি রয়েছেন শতাধিক ইজরায়েলি। তাঁরা আদৌ দেশে ফিরতে পারবেন কি না, তা জানা যাচ্ছে না।

Must read

প্রতিবেদন : আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার করবেন না বলে সাফ জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একইসঙ্গে, ইজরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য, হামাসের দাবিদাওয়া যুক্তিহীন।
হামাসের দাবি মেনে নিলে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হবে না।

আরও পড়ুন-হিডকোর এমডি সঞ্জয় বনসল

এখনও পর্যন্ত গাজায় হামাসের হাতে বন্দি রয়েছেন শতাধিক ইজরায়েলি। তাঁরা আদৌ দেশে ফিরতে পারবেন কি না, তা জানা যাচ্ছে না। এর জেরে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের অভ্যন্তরে চাপে রয়েছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু নানা শর্তে হোঁচট খেয়ে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে সমঝোতায় পৌঁছতে পারছে না হামাস-ইজরায়েল।
এদিকে বর্তমান পরিস্থিতিতে কাতার ও মিশর গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে, শতাধিক ইজরায়েলিকে মুক্তি দেওয়ার জন্য তারা হামাসকেও চাপ দিচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নেতানিয়াহু জানিয়েছেন, আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার করবেন না তিনি। কারও মাধ্যমে নয়, সরাসরি তিনি প্যালেস্টাইনিদের সঙ্গে শর্তসাপেক্ষে সমঝোতায় রাজি। গত সপ্তাহেও কায়রোতে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে বৈঠক হয়। সেই প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, বৈঠকে হামাসের যুক্তিহীন দাবিদাওয়া মানা সম্ভব নয়।

আরও পড়ুন-দিনের কবিতা

নেতানিয়াহুর কথায়, যুদ্ধ থামানো এবং স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে হামাসের দাবি মানতে হলে সন্ত্রাসবাদী এই সংগঠনকে নির্মূল করার লক্ষ্য ব্যাহত হবে। আর হামাসের দাবি মেনে ইজরায়েলের জেলে বন্দি হাজার হাজার প্যালেস্টাইনিকে মুক্ত করার শর্ত মানা সম্ভব নয়।

Latest article