লখনউতে নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলিতে নিহত যুবক

পরে ওই ব্যক্তিকে ২২ বছর বয়সী আমান হিসেবে শনাক্ত করা হয়। তিনি দুবাগ্গা থানার অন্তর্গত শাহপুর ভামরৌলি গ্রামের বাসিন্দা।

Must read

সামান্য বাকবিতণ্ডায় যোগীরাজ্যে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। দুজনের মধ্যে ঝগড়ার সময় অ্যাপার্টমেন্টের (Apartment) নিরাপত্তাকর্মীর বন্দুকটি থেকে গুলি বেরিয়ে একজন যুবক নিহত। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় লখনউয়ের (Lucknow) দুবাগ্গা থানা এলাকায়। যুবক একটি বহুতল অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের চেষ্টা করছিল, পুলিশ জানিয়েছে। সূত্রের খবর, পুলিশ খবর পায় যে কুদা ক্রসিংয়ের অ্যাপার্টমেন্টের কাছে রাস্তার ধারে এক যুবক পড়ে আছে। সূত্রের খবর, পুলিশ খবর পায় যে কুদা ক্রসিংয়ের অ্যাপার্টমেন্টের কাছে রাস্তার ধারে এক যুবক পড়ে আছে। পরে ওই ব্যক্তিকে ২২ বছর বয়সী আমান হিসেবে শনাক্ত করা হয়। তিনি দুবাগ্গা থানার অন্তর্গত শাহপুর ভামরৌলি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন-অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি ও নাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফের পরীক্ষার আর্জি

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে কেজিএমইউ ট্রমা সেন্টারে নিয়ে যায় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানান যুবকের পেটে গুলির আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এরপরে, পুলিশ রাজ্যের রাজধানী মাল থানা এলাকার নিরাপত্তারক্ষী কমলেশ (৪৪ কে জিজ্ঞাসাবাদ করেছিল। কমলেশের অভিযোগ, তিনি যখন সেখানে ডিউটি ​​করছিলেন তখন অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করছিলেন আমান। তিনি আরও দাবি করেছেন যে তার এবং আমানের মধ্যে হাতাহাতি হয়েছিল যখন নিরাপত্তারক্ষীর ডাবল ব্যারেল বন্দুকটি থেকে গুলি ছুটে যায় এবং গুলিটি যুবকের পেটে লাগে।

আরও পড়ুন-প্রয়াত কিংবদন্তি গায়িকা অসীমা মুখোপাধ্যায়

ঘটনাস্থল থেকে আমান পালিয়ে গেলেও একটু দূরে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যায়। দুবাগ্গা থানার আধিকারিক অভিনব ভার্মা জানিয়েছেন, কমলেশকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।

Latest article