প্রতিবেদন : বাংলাই দেশকে পথ দেখাবে। বাংলাই আশা বাংলাই ভরসা। ফের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দেশপ্রিয় পার্কে একুশের আন্তর্জাতিক ভাষা দিবসকে (International Mother Language Day) সামনে রেখে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর দৃপ্ত ঘোষণা, বাংলা মাথা নিচু করতে জানে না। মাথা উঁচু করেই বাঁচব আমরা। কোনও চাপের কাছে মাথা নত করব না। কথা প্রসঙ্গে এদিন পাঞ্জাবি অফিসারের বিরুদ্ধে ‘খালিস্তানি’ মন্তব্য নিয়েও গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। সরব হয়েছেন আধার কার্ড বাতিল ইস্যু নিয়েও।
মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি ভাবেন চ্যানেলে বসে বাংলাভাষাকে অপমান করবেন, তবে ভুল করছেন। পাঞ্জাবি অফিসার কী দোষ করেছিলেন, পাগড়ি পরে ডিউটি করছে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? দু’একজন গজিয়ে উঠছে যাঁরা বাংলাকে লাঞ্ছনা করছে, আমি তাঁদের বলে রাখি আগামী দিনে আপনারা ভাল থাকুন। আমরা মাথানত করতে জানি না। মাথা উঁচু করে চলি। এদিনের ভাষা দিবসের অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রী প্রখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় সব ভাষার প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছেন। সব ভাষার নিজস্বতা রয়েছে। আমরা সব ভাষাকে সম্মান করি। বাংলার বিশেষত্ব এখানে নিজের ভাষায় মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া হয় নিজের ভাষায় (International Mother Language Day) কথা বলার জন্য উৎসাহিত করা হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার সংস্কৃতিকে ছিন্নভিন্ন করে দেওয়ার চক্রান্ত চলছে। যে সংস্কৃতি অপসংস্কৃতি নয় সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনারা শপথ নিন কাউকে আমাদের উপর কোনও বোঝা চাপিয়ে দিতে দেব না। সংস্কৃতিকে অপসংস্কৃতি হতে দেব না।
আরও পড়ুন- লোকসভা ভোটের আগে স্পর্শকাতর বুথের তালিকা চাইল নির্বাচন কমিশন
আধার বাতিল করা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, আধার নিয়ে চক্রান্ত আমরা রুখে দিয়েছি। এটা বাংলাই পারে। আমরা ব্যবস্থা নিয়েছি। বেছে বেছে মতুয়াদের আধার কার্ড বাতিল করছে। কেন? এরপর বলবে ওরা তো বিদেশি! এটা ভোটের খেলা, রাজনীতির খেলা। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতায় বিশ্বাস করি। বাংলায় চক্রান্ত করে বিজেপি কিছু করতে পারবে না। এসব অনেক চক্রান্ত আমরা দেখেছি। নির্বাচন আসলেই নানা কিছু অজুহাত বেরিয়ে পড়ে। মনে রাখবেন, আপনারা সবাই নাগরিক। নতুন করে কাউকে কিছু প্রমাণ করতে হবে না। আমাদের সরকার নতুন পোর্টাল চালু করেছে। বাংলার মানুষকে বলব, যেখানে যাদের আধার বাতিল করছে কেন্দ্র, আপনারা পোর্টালে নাম লেখান। আমরা নতুন কার্ড দেব। এসবের জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। ব্যাঙ্কে সমস্যা হচ্ছে। এজিনিস বরদাস্ত করব না। ফের হুঙ্কার মুখ্যমন্ত্রীর। এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।