কুণালের বাড়িতে হামলার চেষ্টা, পাল্টা বিক্ষোভে পালাল বিজেপি

Must read

প্রতিবেদন : টেলিভিশন চ্যানেলের ডিবেটের ইস্যুকে সামনে রেখে বুধবার বিজেপির চক্রান্তের বিক্ষোভ রুখে দিলেন ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। একইসঙ্গে এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের পাল্টা বিক্ষোভে কার্যত লেজ গুটিয়ে পালাল বিজেপি। এদিন বিকেল ৪টে নাগাদ হাতে গোনা কয়েকজনকে নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) সুকিয়া স্ট্রিটের বাড়ির দিকে বিক্ষোভ দেখাতে যায়। কিন্তু বাড়ি অবধি পৌঁছনোর আগেই বড় রাস্তায় স্থানীয় মানুষদের বিক্ষোভ-প্রতিরোধের মুখে পড়ে তারা। গন্ডগোলের খবর পেয়ে ছুটে আসেন ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী অয়ন চক্রবর্তী-সহ তৃণমূলের নেতা-কর্মীরা। সঙ্গে ছিলেন ভাস্কর চৌধুরী, আসফাক, সৌরভ রায়, জয় মুখোপাধ্যায়, স্বর্ণালী দে মিশ্র, সমীর ঘোষ, মিঠুন হাজরা-রা। প্রায় ৫০০ লোকের প্রবল বিক্ষোভের মুখে খেই হারিয়ে ফেলে বিজেপি। তারা রণে ভঙ্গ দেয়। বিজেপি লোকজন কিছু কুশপুত্তলিকা দাহ করবে বলে এনেছিল। সেগুলি কেড়ে নিয়ে সেখানে গদ্দারের মুখ লাগিয়ে বেদম পিটিয়ে জ্বালানো হয়। এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, টিভিতে ঝগড়া করার সময় অগ্নিমিত্রা পল যা খুশি তাই বলবেন আর তার পাল্টা বললে সেটা অসম্মানজনক হয়ে যায়? তাঁর সংযোজন, নারদার প্রসঙ্গ উনিই তুলেছিলেন। তার পাল্টা উত্তর দেওয়া হয়েছে। মোটেই তাঁকে নির্লজ্জ-বেহায়া বলা হয়নি। উনি যার পিছনে ঘোরেন সেই গদ্দার অধিকারীকে বলা হয়েছে। এদিন কুণাল রয়েছেন নন্দীগ্রামে। সেখানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপি আমাকে নিয়ে ব্যস্ত থাকুক। তৃণমূল আবার ৪২-এ ৪২ পাবে।

আরও পড়ুন-২১ ফেব্রুয়ারির মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা, শহিদদের স্মরণ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা

Latest article