প্রতিবেদন : গভীর অস্বস্তিতে মোদি এবং তাঁর বিজেপি (BJP)। সম্ভবত তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি যে শেষপর্যন্ত আরএসএসের তীব্র সমালোচনার ঝড়ের মুখোমুখি হতে হবে তাঁদের। হ্যাঁ, কৃষক আন্দোলনের ব্যাপারে মোদি সরকারের মনোভাব এবং ভূমিকার তীব্র নিন্দা করল আরএসএসও। স্বাভাবিকভাবেই অন্নদাতাদের আন্দোলনের তীব্রতায় নাস্তানাবুদ মোদি লোকসভা নির্বাচনের মুখে পড়ে গেলেন আরও চাপে। সংঘের কিসান সংগঠনের সাধারণ সম্পাদক মোহন মিশ্র কোনও রাখঢাক না করেই মন্তব্য করেছেন, কৃষকরা যখন শান্তিপূর্ণভাবে দিল্লি পৌঁছে তাঁদের সমস্যার কথা তুলে ধরতে চাইছেন তখন আশ্চর্যজনকভাবে সরকার সেই ভাবনাকে গুরুত্ব দিতে রাজি নয়।
আরও পড়ুন-যোগীরাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ গেল ৭ কর্মীর
সরকারের এমন দৃষ্টিভঙ্গিকে কোনওভাবেই মেনে নেওয়া যায় না। কিসান সংগঠনের নেতৃত্বের আশঙ্কা, এর থেকেই হিংসা ছড়াতে পারে আন্দোলনে। লক্ষণীয়, শনিবারও পাঞ্জাব এবং হরিয়ানার সীমানায় আন্দোলনকারী অন্নদাতাদের উপরে ব্যাপক নির্যাতন চালিয়েছে হরিয়ানার গেরুয়া সরকার। হাজার হাজার কৃষিজীবীকে ছত্রভঙ্গ করতে বিনা প্ররোচনায় কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। ‘দিল্লি চলো’ অভিযানে যোগ দিতে আসা কৃষকদের ব্যাপক মারধর করা হয়েছে। আটক করা হয়েছে নেতাদের। তাৎপর্যপূর্ণভাবে গেরুয়া সরকারের এই ভূমিকা মোটেই মেনে নিতে পারেনি সংঘও। সরাসরি মুখ খুলেছেন এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে। রাজস্থানের আজমেরে সংঘের কৃষক সংগঠন ভারতীয় কিসান সংঘের বৈঠকেই বিজেপি সরকারের ভূমিকার বিরুদ্ধে ঝড় ওঠে সমালোচনার। এবং তাতেই দিশাহারা মোদি।