লোকসভা নির্বাচন (Loksabha Election) আর দেরি নেই। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। রাজ্যে এসে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। বলা যায় রণক্ষেত্রের দামামা বেজে গিয়েছে। যদিও ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন (election commission)। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ১০ মার্চ ব্রিগেডের সভা ডাকা হয়েছে। এদিন প্রধান বক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেখানেই শেষ নয়, ব্রিগেড সমাবেশের পর পাঁচটি মেগা জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে সেই সভার সূচি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন-বাংলাদেশের সুপার মার্কেটে ভয়াবহ আগুন
বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাই জোরকদমেই মাঠে নেমে পড়েছে তারা। ১৪ মার্চ থেকে শুরু হবে সেই জনসভার কর্মসূচি। লোকসভা কেন্দ্র হিসেবে জনসভা করবেন ডায়মন্ডহারবারের সাংসদ। নন্দীগ্রাম দিবসের দিন থেকে জেলা সফর শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি জলপাইগুড়িতে সভা করবেন। ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে অভিষেক সভা করবেন। তারপর অভিষেক যাবেন উত্তরবঙ্গে। ১৮ মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করবেন। ২০ মার্চ বসিরহাট এবং ২২ মার্চ পূর্ব বর্ধমানে জনসভা করবেন অভিষেক। বাদ যাবে না সন্দেশখালিও। বসিরহাটে অভিষেকের জনসভা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরের দুটি লোকসভা কেন্দ্রই বিজেপির দখলে যায়। তাই এবার সেইদিকে বিশেষ নজর থাকবে বলাই বাহুল্য।