প্রতিবেদন : স্বামী মারা যাওয়ায় একশো দিনের কাজ করেই দুই মেয়েকে মানুষ করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ২০২১ সালে মাটি কেটে তিনটি পুকুর তৈরির কাজের মজুরি বাবদ ১২ হাজার টাকা দেয়নি কেন্দ্র। পুকুর তৈরি হয়ে সেখানে মাছ চাষ শুরু হলেও এলাকার আদিবাসী গরিব পরিবারগুলি (Family) তাঁদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত থেকে গিয়েছেন।
আরও পড়ুন-জনগর্জনে দিল্লি কাঁপিয়ে দেওয়ার ডাক উঠল পুরুলিয়ার প্রস্তুতিসভায়
উল্টে ফরমান জারি করে বাংলায় একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। শেষ পর্যন্ত বকেয়া টাকা না পেয়ে মারণব্যাধি টিবিতে মারা যান পশ্চিম বর্ধমানের আদিবাসী অধ্যুষিত মির্জাপুর হুচুকপাডা় এলাকার দুঃস্থ মজদুর রীতা রায়। কেন্দ্র টাকা না দিলেও এখন রাজ্যের সব শ্রমিকের বকেয়া মজুরি মিটিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মৃত রীতা রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তাঁর প্রাপ্য মজুরি হিসাবে ১২ হাজার ২০৭ টাকা। আর সেই টাকা পেয়ে খুব খুশি মৃত রীতা রায়ের দুই মেয়ে-সহ পরিবার। বড় মেয়ে সপ্তম শ্রেণির পড়ুয়া সরস্বতী জানায়, বোনের খুব শরীর খারাপ। এই টাকায় ওকে ডাক্তার দেখাতে চাই। মায়ের মতো ওকে হারাতে চাই না। টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা।