পূর্ব চিনের (East China) হেবেই প্রদেশের ইয়ানজিয়াও শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বেজিংয়ের তিয়েনানমেন সকোয়ার থেকে মাত্র ২২ মাইল দূরে এই ইয়ানজিয়াও। বেশ কিছুদিন হল চিনে এই ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড বারবার ঘটেছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস লিকের ফলে এই বিস্ফোরণ ঘটেছে যদিও প্রশাসনের তরফে এই নিয়ে কিছু বলা হয় নি। বিস্ফোরণের জেরে বহু বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন-সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ জারির আর্জি
ওই পরিস্থিতির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে শুধুই ছাই আর ধুলো। বহু গাড়ি রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু ভবন প্রায় ভেঙে পড়েছে। তদন্তের জন্য স্থানীয় প্রশাসন তদন্তকারী দলকে ইতিমধ্যেই পাঠিয়েছে। ধ্বংসস্তূপ থেকে মানুষজনকে উদ্ধার করতে উদ্ধারকারী দলও মোয়াতেন করা হয়েছে।
আরও পড়ুন-ভুয়ো ভোটার নিয়ে মুখ পুড়ল গদ্দারের
কিছুদিন আগেই চিনের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। ৮ জন কর্মীর মৃত্যু হয়েছিল। সাংহাই থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের চাংঝো শহরে এই বিস্ফোরণটি ঘটেছিল। ২০২৩ সালের জুন মাসে নিংজিয়া হুই স্বয়ংশাসিত এলাকার রাজধানী ইনচুয়ানের একটি রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছিল ৩১ জনের। এর আগে ২০১৫ সালে বন্দর শহর তিয়ানজিনে সিলিন্ডার বিস্ফোরণে ১৭৩ জনের মৃত্যু হয়।