ভুয়ো ভোটার নিয়ে মুখ পুড়ল গদ্দারের

ভুয়ো ভোটারের অভিযোগ তোলে। অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দেন রাজীব কুমার।

Must read

প্রতিবেদন : ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে গিয়ে মুখ পুড়ল বিজেপি আর গদ্দারদের। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বাংলায় আসার পর ক্যামেরার সামনে ছবি তোলার জন্য গদ্দার আর তার শাগরেদরা ১৭ লক্ষ ভুয়ো ভোটারের অভিযোগ জানিয়েছিল। কিন্তু কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগের সত্যতা নেই। যা বলা হচ্ছে তা নেহাতই হাওয়ায় তরোয়াল চালানোর মতো ঘটনা।

আরও পড়ুন-রাজ্যে রাজ্যে প্রতিবাদের ঝড়, জ্বলছে বিজেপির অসম, বন্‌ধ

সামান্য কয়েকটি ক্ষেত্রে ‘ক্ল্যারিক্যাল মিসটেক’ রয়েছে। সেগুলি যথাযথভাবে শুধরে নেওয়া হচ্ছে। ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় কমিশনের দল কলতাতায় এলে গদ্দাররা তাদের সঙ্গে দেখা করে। নাটক করে কিছু ফাইল আর পেনড্রাইভ দিয়ে আসে। ভুয়ো ভোটারের অভিযোগ তোলে। অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দেন রাজীব কুমার। এরপর রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিএমের কাছে রিপোর্ট চাওয়া হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর সিদ্ধান্তে আসা হয় সামান্য কিছু ক্ল্যারিক্যাল মিসটেক রয়েছে। সেগুলি মূলত ভোটারের মৃত্যু হওয়ার পরও তালিকায় থেকে যাওয়া অথবা দু’জায়গায় নাম থাকার বিষয়টি রয়েছে। এরপর কলকাতা থেকে কমিশন দিল্লিকে রিপোর্ট পাঠিয়ে জানায়, অভিযোগ সঠিক নয়।

Latest article