বিজেপির অঙ্গুলি হেলনেই চলছে নির্বাচন কমিশন (Election Commission of India)। লোকসভা ভোট ঘোষণার পরই পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার রাজ্যের চার জেলাশাসককে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমের জেলা শাসকদের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের সরিয়ে দেওয়ার কারণ হিসেবে কমিশন জানিয়েছে, ওই চার জেলাশাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন। তাঁরা ডব্লিউবিসিএস আধিকারিক। তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হল।
আজকেই ওই চার জেলার মধ্যে অন্তত তিন জেলার জেলাশাসকদের নাম কমিশনকে পাঠাতে হবে। গুজরাতের দুই পুলিশ সুপারকেও সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। ওই দুই এসপি ছোট উদয়পুর এবং আমদাবাদ গ্রামীণ জেলার দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সরানো হয়েছে পাঞ্জাবের পঠানকোট, ফাজ়িলকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার চার পুলিশকর্তাকে। তা ছাড়াও ওড়িশার ঢেনকানলের জেলাশাসক এবং দেওগড় ও কটক গ্রামীণের পুলিশ সুপারকে সরাতে বলেছে কমিশন।
আরও পড়ুন- ভোররাতে ভূমিকম্প অরুণাচল প্রদেশে সহ বেশ কিছু রাজ্যে
গত শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি দেশজুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি করার কথা জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তার ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয় আইপিএস আধিকারিক রাজীবকে। আজ আবার জেলাশাসকদের সরানো হল।