ভোটের জন্য আড়াই মাস পিছলো UPSC প্রিলিমস পরীক্ষা

Must read

দেশে ১৯ এপ্রিল প্রথম দফা লোকসভা ভোট। সাত দফায় হবে ভোট। এবার এর জেরে পিছিয়ে গেল ইউপিএসসির প্রিলিমস পরীক্ষা (UPSC Civil Services Prelims)। প্রায় আড়াই মাস পিছিয়ে গেল প্রিলিমস পরীক্ষার দিন। পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে যাওয়ার কারণ হল ভোটপ্রক্রিয়া চলাকালীন কোনওরকম সরকারি কাজ হয় না। তাই ইউপিএসসি পরীক্ষাও পিছিয়ে দিতে হল।

বুধবার ইউপিএসসি-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ২৬ মার্চের বদলে প্রিলিমস পরীক্ষা (UPSC Civil Services Prelims) হবে ১৬ জুন। এরপর সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ৫ দিন ধরে চলবে ইউপিএসসি সিভিল সার্ভিসের মূল পর্বের লিখিত পরীক্ষা। পাশাপাশি নতুন করে অ্যাডমিট ডাউনলোডের দিনক্ষণও ঘোষণা করেছে ইউপিএসসি। চলতি বছর সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে মোট ১০৫৬টি শূন্যপদ এবং IFoS-এর জন্য ১৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন- DGP-র পর এবার বাংলার ৪ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষা ভারতের অন্যতম কঠিন পরীক্ষা। আইএএস, আইপিএস এবং আইএফএস হওয়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসেন। এই পরীক্ষার মাধ্যমেই আগামী দিনে কাদের হাতে থাকবে ভারতের নীতি নির্ধারণের ভার তা ঠিক হয়।

Latest article