বিস্ফোরণ এর ফলে ভয়াবহ আগুন কেমিক্যাল কারখানায় (Chemical factory)। এই আগুনে নিমেষে পুড়ে গেলেন ৬ জন কর্মী। গুরুতর আহত আরও একজন। জয়পুরের বাস্সি এলাকায় শনিবার বিকেলে একটি কেমিক্যাল কারখানায় বয়লারে হঠাৎ বিস্ফোরণ হয়। বিষাক্ত রাসায়নিক লেগে নিমেষের মধ্যে পুড়ে যান কয়েকজন শ্রমিক। ওই রাসায়নিক থেকেই কারখানায় আগুন লেগে যায়। রাজস্থানের জয়পুরের ওই কেমিক্যাল কারখানায় শনিবার সন্ধে নাগাদ বিস্ফোরণ হয়। বয়লার ফেটে রাসায়নিক ছড়িয়ে পড়ে কারখানায়। তার ফলেই আগুন লেগে যায়। বাকি শ্রমিকরা কোনওমতে রক্ষা পেয়েছে।
আরও পড়ুন-৩০ মার্চ মথুরাপুরের ঢোলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের ৯টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জয়পুরের সেওয়াই মান সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো একজন শ্রমিকের মৃত্যু হয়। ওই ব্যক্তির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। তাঁর শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে।
আরও পড়ুন-চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এলেন যিশু ও রাহুলরা
অগ্নিকাণ্ডের ঘটনার পরেই কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে দেখায়। তারা সকলেই কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করেন। মালিক পলাতক। তল্লাশি চলছে। এই ঘটনার শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন।