প্রতিবেদন: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি (Rain) চলছে গোটা বাংলা জুড়ে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা। বাকি জেলাতেও কোথাও দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। এদিকে টানা বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতায় কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে গরম ক্রমশ বাড়বে। দিন ও রাতের দু’টো তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে তিলোত্তমার পারদ।
আরও পড়ুন- প্রচারের রণকৌশল ঠিক করতে অনীতের সঙ্গে বৈঠকে পাপিয়া