প্রচারের রণকৌশল ঠিক করতে অনীতের সঙ্গে বৈঠকে পাপিয়া

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : প্রচারের রণকৌশল ঠিক করতে অনীত থাপার (Anit Thapa) সঙ্গে বৈঠক করলেন দার্জিলিং জেলা সমতলের তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। আজ জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেবেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। তাই একদিন আগেই শিলিগুড়ি সমতলের এক ঝাঁক নেতা পাহাড়ে পৌঁছেছেন। বুধবার সকালেই পাপিয়া ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং পৌঁছেছেন। বিকেলে গিয়েছেন মেয়র গৌতম দেব। একদিন আগে পাহাড়ে পৌঁছে পাপিয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি তথা জিটিএর প্রধান অনীত থাপার সঙ্গে বৈঠক করেন। এছাড়াও হিল তৃণমূল সভানেত্রী শান্তা ছেত্রী ও অন্য নেতৃত্বের সঙ্গেও আলাদা বৈঠক হয়। পাপিয়া জানিয়েছেন, অনীতের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। পাহাড়ে কীভাবে প্রচার করছেন তাঁরা তৃণমূল প্রার্থী গোপাল লামাকে জয়ী করতে, তা জেনেছেন। সমতলে কীভাবে প্রচার, পাপিয়া তা জানিয়েছেন অনীতকে (Anit Thapa)। প্রার্থীকে জেতাতে প্রচারের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনীত ও সমস্ত কর্মীরা থাকবেন। আগে প্রার্থী গোপাল মহাকাল মন্দিরে পুজো দেবেন। সেখান থেকেই ম্যালে জমায়েত হবে। তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা করে গোপালকে নিয়ে যাওয়া হবে মনোনয়নপত্র জমা দিতে।

আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কালো পতাকা রাজ্যপালকে

Latest article