চা-বাগানে মিলল মৃত লেপার্ডের দেহ

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : চা-বাগানে চিতাবাঘের (leopard) মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা সংলগ্ন মন্থনির ১ নম্বর প্রধানপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মন্থনির প্রধানপাড়া এলাকার এক চা-বাগানে কাজ করতে গিয়ে এক শ্রমিক মৃত অবস্থায় চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন। এরপরই তিনি অন্য শ্রমিকদের বিষয়টি জানান। খবর দেওয়া বন দফতরে। কিছুক্ষণ বাদেই বেলাকোবা রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে আসেন। খবর চাউর হতেই চিতাবাঘ দেখতে এলাকায় ভিড় উপচে পড়ে। মৃত বাঘটির বয়স আনুমানিক ২-৩ বছর হতে পারে বলে অনুমান বনকর্মীদের। তড়িঘড়ি ভিড়ের মধ্যে থেকে লেপার্ডের (leopard) মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। স্থানীয়রা জানান, এর আগে ছাগল, হাঁস ইত্যাদি গবাদিপশু তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্বচক্ষে বাঘটিকে দেখা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে বন দফতরের কেউ মুখ খুলতে চাননি। চিতাবাঘটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাতেই মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন- প্রচারের রণকৌশল ঠিক করতে অনীতের সঙ্গে বৈঠকে পাপিয়া

Latest article