বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কালো পতাকা রাজ্যপালকে

Must read

প্রতিবেদন : উচ্চশিক্ষা দফতরের আপত্তি থাকা সত্ত্বেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনে বুধবার সমাবর্তনের আয়োজন করে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (Kazi Nazrul University)। এরপরেই এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে আসতেই তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় সমাবর্তন আয়োজন করার সিদ্ধান্তেই অনড় ছিলেন। ফলে বুধবার সমাবর্তন ঘিরে ফের রাজ্য রাজ্যপালের সংঘাতের আবহ তৈরি হয়েই ছিল। সেই সংঘাতকে আরও উসকে দিল রাজ্যের শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ না করার বিষয়টি। অন্যদিকে, অস্থায়ী উপাচার্য নিযুক্ত থাকা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার কারণে রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে সমাবর্তন না করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাজ্যের নির্দেশ অমান্য করেই সমাবর্তনের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ে (Kazi Nazrul University)।

আরও পড়ুন- সিরাজকে হারাতে ব্রিটিশদের সঙ্গে ছিল কৃষ্ণচন্দ্রের পরিবার

Latest article