নয়াদিল্লি, ৯ নভেম্বর : প্রত্যাশা মতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। মঙ্গলবার তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বিসিসিআই। বিরাট কোহলি-সহ একঝাঁক সিনিয়র তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি রোহিতের ডেপুটি হিসেবে কেএল রাহুলের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : কর্নাটককে হারিয়ে শেষ আটে বাংলা
একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ইন্ডিয়া এ দলের স্কোয়াডও ঘোষণা করে দেওয়া হল। দলে সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ এবং ঈশান পোড়েল। দলকে নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্ক পাঞ্চাল।
এদিন ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, আভেশ খানদের মতো নতুন মুখরা। আগামী ১৭ নভেম্বর জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ। পরের দুটো ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ নেভম্বর, রাঁচি এবং কলকাতায়। এদিকে, টি-২০ সিরিজ শেষ হলেই কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। ২৫-২৯ নভেম্বর কানপুরে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের আসর বসবে মুম্বইয়ে (৩-৭ ডিসেম্বর)।
আরও পড়ুন : গ্র্যান্ড মাস্টার বাংলার মিত্রাভ
এদিকে, নিউজিল্যান্ড বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিতে চান বিরাট কোহলি! তবে বিসিসিআই চায়, টি-২০ এবং প্রথম টেস্টে বিশ্রাম নিয়ে তিনি দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দিন। বিরাটের বিশ্রাম প্রসঙ্গে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘‘বিরাট টেস্ট সিরিজেও বিশ্রাম চাইছে। তবে আমরা চাই প্রথম টেস্টে বিশ্রাম নিলেও, দ্বিতীয় টেস্টের আগেই ও দলের সঙ্গে যোগ দিক। কারণ টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিরাট দারুণ সফল। শেষ ইংল্যান্ড সফরেও আমরা ওর নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছি।’’ বোর্ড কর্তা জানিয়েছেন, মানসিক ক্লান্তি কাটিয়ে নিজের ব্যাটিংয়ে বাড়তি ফোকাস করতে চান বিরাট। তাই টি-২০ বিশ্বকাপের পর বেশ কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটাতে চান। বিসিসিআই কর্তা আরও জানান, ‘‘বোর্ড কাউকে জোর করে খেলাতে চায় না। বিশেষ করে, যখন বিরাট সত্যিই খুব ক্লান্ত। একান্তই যদি ও বিশ্রাম নেয়, তাহলে খুব একটা সমস্যা হবে না। কারণ অজিঙ্ক রাহানে রয়েছে।’’ এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বায়ো বাবলের মধ্যে থাকার ব্যাপারও রয়েছে।
ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সুর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, অভেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল ও মহম্মদ সিরাজ।