সাংসদ শতাব্দী এবার আইনজীবী

Must read

কল্যাণ চন্দ্র, জিয়াগঞ্জ : দক্ষ হাতে সামলাচ্ছেন রাজনীতি। বীরভূমের মানুষ সব প্রয়োজনে তাঁকে পাশে পেয়েছেন। তিনি শুধু প্রিয় নেত্রীই নন, প্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। এবার দীর্ঘ ১০ বছর পর ফের অভিনয় জগতে ফিরে এলেন তিনি। বাংলা নয়, বলিউডের হাত ধরে। এটি তাঁর দ্বিতীয় হিন্দি ছবি। এর আগে ১৯৯১ সালে জ্যোতি স্বরূপ পরিচালিত ‘নয়া জহর’ ছবিতে অভিনয় করেন তিনি। সিনে জগতে কামব্যাকের খবর সোশ্যাল মিডিয়ায় স্বয়ং শেয়ার করেছেন শতাব্দী। দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি ছবি ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’-এ আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির শুটিং চলছে জঙ্গিপুরে। ছবির প্রেক্ষাপট পুরনো আদালত চালু করা। এই ছবিতে অভিনয় করেছে এক নবাগতা শিশুশিল্পী। তাকে ছবির আকর্ষণ বলা যেতে পারে। অভিনেত্রীর ছোট্ট কন্যা সামিয়ানা। মায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এক মন্ত্রীর কন্যার চরিত্রে অভিনয় করছে সামিয়ানা।

আরও পড়ুন : নেতা রোহিত, বিশ্রাম দেওয়া হল বিরাটকে

অভিনেত্রী, সাংসদ শতাব্দী রায় ছবির শুটিংয়ে এই মুহূর্তে রয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। মঙ্গলবার থেকে জিয়াগঞ্জের বাড়ি কুঠি রাজবাড়িতে শুটিং শুরু হয়েছে। এই ছবিতে অভিনয় করছেন কবীর বেদী, জাভেদ জাফরি। তাঁরাও রয়েছেন জঙ্গিপুরে। ১৫ দিন ধরে চলবে শুটিং। বিশাল রাজবাড়ি জুড়ে তৈরি হয়েছে শুটিং ফ্লোর। রাজনীতি, ব্যস্ততা, এবার দীর্ঘ সময় পেরিয়ে ফের ফ্লোরে। বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। কেমন অনুভূতি? শতাব্দী বলেন, ‘‘ফ্লোর আমার অক্সিজেন। এতদিন পরে ফিরে খুব ভাল লাগছে।’’ পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জঙ্গিপুর ট্রায়াল’ একটি সত্যি ঘটনা অবলম্বনে ছবি। দু’ঘণ্টা কুড়ি মিনিটের হিন্দি ছবিতে কোনও গান না থাকলেও সাসপেন্সে ভরা। ডিসেম্বরেই শেষ হবে শুটিং।’’

Latest article