বাংলার সঙ্গীত জগতের দুই মহান নক্ষত্র এখনও কুমার শানু ও নচিকেতা চক্রবর্তী। দুই বাঙালির সঙ্গীত চর্চা বা ঘরনা নিয়ে যদিও বিতর্ক আজ নতুন নয়। প্রথমজন বলিউডের “কিং অফ মেলোডি” তো পরের জন বাঙালির জীবনমুখী গানের স্রষ্টা।
আরও পড়ুন-লখিমপুরের গুলি মন্ত্রীপুত্রের বন্দুক থেকেই, প্রমাণ ফরেনসিক রিপোর্টে
বিনোদন জগতের বিতর্ককে আরও বিনোদনমুখী করে তুলতে শানু আর নচিকেতার অনেক গল্প আছে। একজন অন্যজনকে সহ্য করতে পারেন না এমন খবরও বেশ নাটকীয় মোড় নিয়েছে বেশ কিছু ক্ষেত্রে। নচির একটি গানে নাকি শানুকে খোঁচা মেরে “কুমার পানু” শব্দ বন্ধনীর ব্যবহার আছে।
এবার সব বিতর্ককে দূরে ঠেলে একমঞ্চে কুমার শানু আর নচিকেতা। কাঁকুড়গাছিতে বেলেঘাটার উৎসবপ্রেমী তৃণমূল বিধায়ক পরেশ পালের উদ্যোগে বিজয়া সম্মিলনী। আর সেখানেই বাংলা সংগীত জগতের দুই দিকপাল-কিংবদন্তি শিল্পীর সহাবস্থান। শুধু গান নয়।
হাতে হাত রেখে বন্ধুত্বের বার্তা। সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে নচির হাত ধরে শানু দীপ্তনকণ্ঠে বললেন, “আমাদের কোনও ঝগড়া নেই। ওসব মিডিয়ার বানানো গল্প। কেউ বিশ্বাস করবেন না।” সমর্থনের ইঙ্গিতে মুচকি হাসলেন নচিকেটাও।
আরও পড়ুন-ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ
তখন মঞ্চ আলো করে ছিলেন বিধায়ক তাপস রায়, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, জীবন সাহা, পবিত্র বিশ্বাস, আশুতোষ দাস, অপু মুখার্জি সহ আরও অনেকে। আর সঞ্চালনায় বিশ্বনাথ। সবমিলিয়ে শানু-নচি সঙ্গীত সন্ধ্যায় বন্ধুত্বের বার্তা দিয়ে জমজমাট পরেশ পালের বিজয়া সম্মেলনী।