সংবাদদাতা, বাঁকুড়া : বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির উল্টো পথে হেঁটে ধর্ম যার যার উৎসব সবার এই কথার বাস্তব রূপায়ণ দেখা গেল বাঁকুড়ার কোতুলপুরে। এলাকার দিলদার পট্টি রামকৃষ্ণ যুব সংঘের সদস্যরা মূলত হিন্দু ধর্মাবলম্বী হলেও ধর্ম নিয়ে ভেদাভেদ এবং রাজনীতি ভুলে নয়া দৃষ্টান্ত তৈরি করলেন। কোতুলপুর দুর্গামন্দিরে তাঁদের আয়োজনে হল মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ইফতার (Iftar) পার্টি। মুসলিম ভাইয়েরা মন্দিরে সারিবদ্ধভাবে বসে এই ইফতারে (Iftar) অংশ নিলেন। এভাবে গড়ে উঠল ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম উদাহরণ, যা বাংলার চারিত্রিক বৈশিষ্ট্য। উদ্যোক্তা বিশ্বজিৎ দত্ত জানান, ‘‘বর্তমান সমাজে কেউ কেউ ধর্ম নিয়ে যে বিরুদ্ধাচারণ চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সামাজিক সম্প্রীতির বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ।’’