আজ পূর্ব মেদিনীপুরের (East midnapur) ভূপতিনগরে আক্রান্ত হল এনআইএ (NIA)। জানা যাচ্ছে, এনআইএ তদন্তকারীদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়ানক এক বিস্ফোরণ হয় ভূপতিনগরে। রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। সেই তদন্তের সূত্রে ভূপতিনগরে গিয়ে আজ আক্রান্ত হয়েছেন এনআইএ তদন্তকারীরা।
আরও পড়ুন-ভূপতিনগরে হামলার শিকার এনআইএ, বিজেপির রাজনীতি ও প্ররোচনার ইঙ্গিত দিলেন কুণাল ঘোষ
নোটিস পাঠালেও তারা হাজিরা না দেওয়ায় আজ ঘটনার তদন্ত করতে ভূপতিনগরে পৌঁছেছিলেন তদন্তকারীরা। গ্রাম থেকে একজনকে আটক করেছিলেন তদন্তকারীরা। সেই ব্যক্তিকে জেরার করার জন্যে নিয়ে যাওয়ার সময় তদন্তকারীদের লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এর ফলে দুই এনআইএ অফিসার আহত হয়েছেন। তবে তাঁদের চোট গুরুতর নয়। হামলাকারীদের ছোড়া পাথরে এনআইএ-র কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন-স্মৃতির মহানায়িকা
এদিন ভূপতিনগরের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে জানান,”কেন তারা মধ্যরাতে অভিযান চালিয়েছিল? তাদের কি পুলিশের অনুমতি ছিল? স্থানীয়রা মধ্যরাতে অন্য কোনো অপরিচিত ব্যক্তি ওই স্থানে গেলে যেমন প্রতিক্রিয়া দিত সেটাই দিয়েছে। নির্বাচনের আগে তারা কেন মানুষকে গ্রেপ্তার করছে? বিজেপি কী ভাবছে, প্রত্যেক বুথ এজেন্টকে গ্রেফতার করবে? এনআইএ’র কী অধিকার আছে? বিজেপিকে সমর্থন করার জন্য তারা এসব করছে। আমরা গোটা বিশ্বকে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাই।”