ভূপতিনগরে হামলার শিকার এনআইএ, বিজেপির রাজনীতি ও প্ররোচনার ইঙ্গিত দিলেন কুণাল ঘোষ

আজ সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হল এনআইএ (NIA)। জানা যাচ্ছে, এনআইএ তদন্তকারীদের গাড়িতে ভাঙচুর চালানো হয়।

Must read

আজ সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হল এনআইএ (NIA)। জানা যাচ্ছে, এনআইএ তদন্তকারীদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়ানক এক বিস্ফোরণ হয় ভূপতিনগরে। রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। সেই তদন্তের সূত্রে ভূপতিনগরে গিয়ে আজ আক্রান্ত হয়েছেন এনআইএ তদন্তকারীরা।

আরও পড়ুন-স্মৃতির মহানায়িকা

ভূপতিনগরের তদন্তে নেমে এক সপ্তাহ আগে এনআইএ নবকুমার পাণ্ডা, মিলন বার, সুবীর মাইতি, অরুণ মাইতি ওরফে উত্তম মাইতি, শিবপ্রসাদ গায়েন, বলাইচরণ মাইতি, অনুব্রত জানা এবং মানবকুমার বড়ুয়াকে হাজিরা দিতে নির্দেশ দেয়। এর আগেও একটি নোটিশ পাঠানো হয়েছিল এই আটজনকে। তবে তাঁরা সেই নোটিশের ভিত্তিতে হাজিরা দেননি। এক সপ্তাহ আগে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। তাতেও সাড়া দেননি তারা বলেই জানানো হয়। আজ ঘটনার তদন্ত করতে ভূপতিনগরে পৌঁছেছিলেন তদন্তকারীরা। গ্রাম থেকে একজনকে আটক করেছিলেন তদন্তকারীরা। সেই ব্যক্তিকে জেরার করার জন্যে নিয়ে যাওয়ার সময় তদন্তকারীদের লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এর ফলে দুই এনআইএ অফিসার আহত হয়েছেন। তবে তাঁদের চোট গুরুতর নয়। হামলাকারীদের ছোড়া পাথরে এনআইএ-র কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন-রাজ্যে শুরু ভোটগ্রহণ, ভোট দেবেন প্রায় ১২ হাজার মানুষ

এই অবস্থায় কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”ভূপতিনগরের ঘটনা অনভিপ্রেত। কিন্তু, এর পেছনে বিজেপির রাজনীতি ও প্ররোচনা। যেহেতু মানুষ জানেন বিজেপি নেতারা NIAর সঙ্গে দেখা করে তৃণমূল নেতা কর্মীদের তালিকা দিয়ে এসেছিলেন, তাই সবাই চক্রান্তটা জানেন। স্বতঃস্ফূর্ত ক্ষোভ। কোর্টকে সামনে রেখে এলাকা থেকে তৃণমূল কর্মীদের সরাতে মিথ্যা অভিযোগে নাম দিয়ে NIA দিয়ে সরাতে চাইছে বিজেপি। মানুষ বাধ্য হয়ে প্রতিবাদ করেছেন। বিজেপি পরিকল্পিতভাবে গোলমাল করাতে চাইছে।”

 

Latest article