সংবাদদাতা, রামপুরহাট : ‘মানুষ এখন অনেক বেশি সচেতন। তাই ইডি, সিবিআইয়ের রেডে কী কী পাওয়া গেল, এটা নিয়ে প্রশ্ন থাকে না। মানুষ প্রশ্ন করে, পাঁচ বছর এরা চুপ করে থাকে কেন? বিরোধীদের মতোই ভোটের আগে জেগে ওঠে ইডি, সিবিআই।’ সোমবার রামপুরহাটে এক বেসরকারি অনুষ্ঠান ভবনে তৃণমূলের কর্মিসভায় যোগদানের পর মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়।
আরও পড়ুন-ধোনির মতো কেউ হবে না, দাবি গম্ভীরের
অনুষ্ঠানের পর মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে নিয়ে ভোটের আগে তদন্তকারী সংস্থাগুলোর অতিসক্রিয়তা নিয়ে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রের বিজেপি সরকারের এই প্রতিহিংসাপরায়ণ কাজের তীব্র নিন্দা করেন। সোমবার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রামপুরহাট শহর ও রামপুরহাট ১ নং ব্লক তৃণমূলের নেতৃত্ব নিয়ে আলোচনাসভায় শতাব্দী ছাড়াও অংশ নেন বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ সিরাজ জিম্মি, জেলা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (বুরান), রাজ্য যুবনেত্রী প্রিয়া সিংহ প্রমুখ।
আরও পড়ুন-অন্তত একবার নাদালের সঙ্গে খেলতে চাই : জকো
শতাব্দী বলেন, কর্মিসভায় একটি লাইনে সব পরামর্শ দেওয়া হয়েছে দলীয় কর্মীদের। সেটা হল— জিততে হবে। যেখানে অতীতে খারাপ ফল হয়েছে, ভাল হতে হবে। যেখানে ভাল হয়েছে, সেখানে আরও ভাল ফল হতে হবে। রামপুরহাট শহরে ফলাফল প্রসঙ্গে আশাবাদী শতাব্দী। বলেন, রামপুরহাটে প্রভূত উন্নয়ন হয়েছে। কতটা হয়েছে, সেটা শহরবাসী জানেন। তিনি অশান্তিতে বিশ্বাসী নন। খেলা হবে। তবে সেটা মার্জিত। দলের খেলোয়াড়রা প্রস্তুত। খেলা নিয়ম মেনেই হবে।