অন্তত একবার নাদালের সঙ্গে খেলতে চাই : জকো

৩৭ বছরের নাদাল ২০২৪-এ অবসর নিতে পারেন। তিনি প্রায় একবছর বাদে ব্রিসবেন ওপেনে ফিরেছিলেন। কিন্তু তারপর অস্ট্রেলিয়ান ওপেনে খেলেননি

Must read

লন্ডন, ৮ এপ্রিল : মন্টে কার্লো ওপেন থেকে সরে যাওয়ার পর রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনেও খেলবেন কিনা সন্দেহ আছে। কিন্তু দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচের আশা, তাঁদের লড়াইয়ের শেষ অধ্যায় লেখা এখনও বাকি আছে।
৩৭ বছরের নাদাল ২০২৪-এ অবসর নিতে পারেন। তিনি প্রায় একবছর বাদে ব্রিসবেন ওপেনে ফিরেছিলেন। কিন্তু তারপর অস্ট্রেলিয়ান ওপেনে খেলেননি। সেই থেকে আর কোনও এটিপি ইভেন্টেই অংশ নেননি ২২টি গ্র্যান্ড স্লাম খেতাবের মালিক।

আরও পড়ুন-ইদের জন্য বাতিল হয়ে গেল ১৮টি এক্সপ্রেস ট্রেন

নাদালকে নিয়ে জকোভিচ বলেছেন, একজন টেনিস ফ্যান হিসাবে অবসরের আগে অন্তত একবার ওর সঙ্গে খেলতে চাই। আমরা সবাই জানি ক্লে কোর্টে, বিশেষ করে রোঁল্যা গারোতে ও কী করেছে। এদিকে, কার্লোস আলকারেজ জানিয়েছেন, নাদাল না খেললে তার প্রভাব তাঁর উপর বেশি পড়বে না। কারণ, তিনি তাঁকে বেশি দেখেননি। তবে টেনিস ফ্যান হিসাবে ওর এখানে না খেলাটা হতাশজনক। তিনি নাদালের সঙ্গে অলিম্পিকে খেলতে চান।

আরও পড়ুন-ধোনির মতো কেউ হবে না, দাবি গম্ভীরের

জকোভিচ অবশ্য আরও বলেছেন, আমরা সবাই জানি নাদাল কী বলেছে। কিন্তু টেনিস ও রোঁলা গারোর স্বার্থে আমরা চাই ও একবার অন্তত সেখানে খেলুক। আশা করব নাদাল খেলবে। তাতে আরও একটা গ্রেট লড়াই দেখা যাবে। জকোভিচ মন্টে কার্লো ওপেনে কোচ ইভানিসেভিচকে ছাড়াই বৃহস্পতিবার খেলতে নামবেন। বর্তমানে জকোভিচ সার্বিয়ার ডাবলস খেলোয়াড় নিনাদ জিমোনিজেকের তত্ত্বাবধানে রয়েছেন। জকোভিচের কথায়, আমরা পরস্পরকে কুড়ি বছরেরও বেশি সময় চিনি। ও আমার বড় ভাই, বন্ধু ও মেন্টরের মতো। ও আমাকে সবসময় সাহায্য করেছে।

Latest article