ইদের জন্য বাতিল হয়ে গেল ১৮টি এক্সপ্রেস ট্রেন

কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ৮ এপ্রিল, ১০ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৫ এপ্রিল এবং ১৭ এপ্রিল ছাড়ার কথা ছিল কিন্তু সেগুলি বাতিল হয়েছে।

Must read

ভারতীয় রেলের (Indian Railway) তরফে জানানো হল ইদের (Eid) জন্য আগামী কয়েকদিন কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস বাতিল থাকছে বলে। জানা গিয়েছে, মোট ১৮টি ট্রেন বাতিল থাকছে। কবে কবে বাতিল থাকবে, দেখে নিন এক নজরে:

৭ এপ্রিলের (যাত্রা শুরুর তারিখ) ট্রেন বাতিল ছিল। আগামী ৯ এপ্রিল, ১২ এপ্রিল,১৪ এপ্রিল এবং ১৬ এপ্রিল ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকবে। তিনদিন বাতিল করে দেওয়া হয়েছে ১৩১১০ ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। ১০ এপ্রিল, ১৩ এপ্রিল এবং আগামী ১৭ এপ্রিল ঢাকা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা চলবে না। কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস পাঁচদিন বাতিল করা হয়েছে। কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ৮ এপ্রিল, ১০ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৫ এপ্রিল এবং ১৭ এপ্রিল ছাড়ার কথা ছিল কিন্তু সেগুলি বাতিল হয়েছে।

আরও পড়ুন-দলীয় সাংসদের পুলিশি হেনস্থায় রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

৯ এপ্রিল, ১২ এপ্রিল এবং ১৬ এপ্রিল কলকাতা থেকে ঢাকা ক্যান্টনমেন্টের মৈত্রী এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। ১১ এপ্রিল বন্ধন এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। ভারতীয় রেলের তরফে খবর বৃহস্পতিবার ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস এবং ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাতিল হয়েছে। মৈত্রী এক্সপ্রেস পর পর কয়েকদিন বাতিল করা হলেওএকটা দিন বাতিল থাকছে কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস।

Latest article