প্রতিবেদন : পাঁচটি অভিযোগ নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে পাঠানো ওই চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে এজেন্সি-বিজেপির ষড়যন্ত্র নিয়ে অভিযোগ, তৃণমূলকে বিপাকে ফেলতে এনআইএ এসপি ও বিজেপি নেতার গোপন চক্রান্ত বৈঠক, নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে কাজ করা ও অবিলম্বে তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া, কেন অনৈতিক ও বেআইনিভাবে দিল্লিতে কমিশনের দফতরের বাইরে তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ও তাঁদের আটক করে সারা রাত রেখে দেওয়া হল।
আরও পড়ুন-রুদ্ধশ্বাস শেষ ওভারে সূর্যোদয়
এই অভিযোগগুলি সম্পর্কে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আগেই রাজভবনে গিয়ে জানিয়ে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। মঙ্গলবার ফের এই কড়া চিঠি পাঠিয়ে রাজ্যপালকে তৃণমূল কংগ্রেস স্মরণ করিয়ে দিল নির্দিষ্ট অভিযোগ ও দাবির বিষয়গুলি। সোমবার রাতে রাজভবনের গেটে সাংবাদিক বৈঠকে অভিষেক জানিয়েছিলেন, রাজ্যপাল সবটা শুনে সহমত পোষণ করেছেন তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে। নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এদিনের চিঠির পর রাজ্যপালের ভূমিকা ও নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে নজর রাখছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রাজ্যপাল কী জানান বা তিনি কী পদক্ষেপ করেন তার ওপর ভিত্তি করে ফের রাজভবনে যাওয়ার কথা রয়েছে তৃণমূল প্রতিনিধি দলের। এবং তারপরই পরবর্তী কর্মসূচি ও পদক্ষেপ জানাবে তৃণমূল। এই অবস্থানে একটু স্পষ্ট যে এই লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। এবং যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন তৃণমূলের পাঁচটি অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট পদক্ষেপ ও ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ দলের প্রতিবাদ জারি থাকবে। এই কথা দ্ব্যর্থহীন ভাষায় মঙ্গলবার জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।