মুম্বই, ১৭ এপ্রিল : যশস্বী জয়সওয়াল বা শুভমন গিল নন, আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসাবে বিরাট কোহলিকেই চাইছে বিসিসিআই! এই বিষয়ে বিরাটের সঙ্গে ইতিমধ্যেই কথা বলে রেখেছেন প্রধান নির্বাচক অজিত আগারকর।
আরও পড়ুন-প্রথম দফা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বিজেপির গুন্ডামি, উত্তপ্ত কোচবিহার
প্রসঙ্গত, চলতি মাসের শেষেই বিশ্বকাপের দল ঘোষণা করে দেবে বোর্ড। গত সপ্তাহেই টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিতের সঙ্গে বৈঠকে বসেছিলেন আগারকর। দু’ঘণ্টার ওই বৈঠকে টি-২০ বিশ্বকাপের দল নিয়েই আলোচনা হয়েছে। সেখানেই বিরাটকে দিয়ে ওপেন করানোর বিষয়টি চূড়ান্ত হয়। এর পরেই নির্বাচক-প্রধান বিরাটকে জানিয়ে দেন, বিশ্বকাপে তাঁকে ওপেনারের ভূমিকাতে দেখা হচ্ছে। বিরাটেরও ওপেন করতে কোনও আপত্তি নেই বলেই খবর।
আরও পড়ুন-তৃণমূলের ইস্তেহার প্রকাশের পরেই ট্রেন্ডিং ‘দিদির শপথ’
চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ধুঁকলেও, বিরাট কিন্তু ওপেনার হিসাবে দুর্দান্ত সফল। সাত ম্যাচে ১টি সেঞ্চুরি ও দু’টি হাফ সেঞ্চুরি-সহ ৩৬১ রান করে তিনি আপাতত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে আইপিএলে ওপেন করলেও, টিম ইন্ডিয়ার হয়ে টি-২০ ফরম্যাটে সাধারণত বিরাট তিন নম্বরে ব্যাট করে থাকেন। শেষ পর্যন্ত তিনি যদি বিশ্বকাপে ওপেন করেন, তাহলে তিনে কে নামবেন, এটাই এখন বড় প্রশ্ন।