প্রথম দফা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বিজেপির গুন্ডামি, উত্তপ্ত কোচবিহার

Must read

সংবাদদাতা, কোচবিহার : প্রথম দফার নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে তাণ্ডব শুরু বিজেপির। নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপির একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার (Cooch Behar-Violence)। প্রথমে তৃণমূলের পার্টি অফিসে আগুন তারপর প্রচারে হামলা। মঙ্গলবার রাতে শীতলকুচির শিববাড়ি এলাকার ঘটনা। তৃণমূল পার্টি অফিসের চেয়ার-টেবিল-সহ দলের পতাকা-ফেস্টুন পুড়ে যায় বলে অভিযোগ। তৃণমূল দাবি করেছে, বিজেপি কর্মীরা রাতে মদ্যপ অবস্থায় এসে পার্টি অফিসে আগুন ধরিয়েছে৷ পরে স্থানীয় বাসিন্দারা ও দলের কর্মীরা এলে পালিয়ে যায় বিজেপি কর্মীরা। এদিকে, বুধবার কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে প্রচার-মিছিল করছিলেন দলের কর্মী-সমর্থকেরা। তখনই বিজেপির দুষ্কৃতীরা ঢিল ছুঁড়ে মাথা ফাটিয়ে দেয় কয়েকজন তৃণমূল কর্মীর। ভেটাগুড়ি বাজারে তৃণমূলের গাড়ি ভাঙচুর (Cooch Behar-Violence) করা হয়। দুটি ঘটনার প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন। নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপির গুন্ডামি শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে এই গুন্ডামি চলছে। এর জবাব মানুষ ভোটবাক্সে দেবেন।

আরও পড়ুন- অসমের শিলচরে নেত্রীর সভায় উপচে পড়া ভিড়, জুমলা বিজেপি সরকার: জোট বাঁধুন, বদলে দিন, নেত্রীর ডাক

Latest article