সংবাদদাতা, হুগলি : শ্রীরামচন্দ্র, লক্ষণ, সীতা, হনুমান আমাদের অন্তরে রয়েছেন, তারা আবার কবে থেকে বিজেপির হলো? রাম নবমীর সকালে ভদ্রেশ্বরের হনুমানজীর মন্দিরে পূজো দিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাপপ্রবাহের মধ্যেই এদিন রচনা বন্দ্যোপাধ্যায় চন্দননগরের সাহেব বাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ক্ষ্যাপা খালি মন মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। ওই এলাকার একাধিক ওয়ার্ডে জনসংযোগ করেন।
আরও পড়ুন-একবছর পর কোর্টে নেমে জিত নাদালের
এদিন তাঁর মিছিলে মহিলা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। রচনা বলেন, আমি বিভিন্ন দেবালয়ে ঘুরে ঘুরে পুজো দিয়ে আমি প্রচার শুরু করছি। আমাকে দিদি এই হুগলি কেন্দ্রে পাঠিয়েছেন। মানুষের আশীর্বাদ পাথেয় করে আমি নির্বাচনী ময়দানে নেমেছি, আর যারা এই প্রচন্ড গরম কে উপেক্ষা করে আমাকে সমর্থন করার জন্য রাস্তায় এসেন দাড়িয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ২০১১ সালের পর থেকে যখন থেকে এ রাজ্যের তৃণমূল সরকার এসেছে তখন থেকে দিদি মানুষের জন্য বহুমুখী প্রকল্প শুরু করেছেন। তার সুফল আজ রাজ্যের ১০ কোটি মানুষ পাচ্ছে।