২ হাজার কুমারী পুজোয় ভক্ত সমাগম আদ্যাপীঠে

সেই থেকে অন্নদা ঠাকুরের রীতিনীতি মেনেই আজও দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে রামনবমীর দিন অনুষ্ঠিত হয় কুমারী পুজো।

Must read

সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা : আজ থেকে প্রায় ১১০ বছর আগের কথা। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে অন্নদা ঠাকুর ইডেন গার্ডেনের একটি গাছের তলা থেকে আদ্যা মাকে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশে প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই তৈরি হয়েছিল আদ্যাপীঠ মন্দিরের। সেই আদ্যাপীঠ মন্দিরেই অন্নদা ঠাকুর শুরু করেছিলেন বাসন্তী পূজো। ১১০ বছর আগে এই বাসন্তী পূজার নবমী তথা রামনবমীর দিন ২৮ জন কুমারীকে নিয়ে তিনি শুরু করেছিলেন কুমারী পুজো। এই পুজো করতে গিয়েই কুমারীদের মধ্যে মায়ের দর্শন পেয়েছিলেন অন্নদা ঠাকুর। সেই থেকে অন্নদা ঠাকুরের রীতিনীতি মেনেই আজও দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে রামনবমীর দিন অনুষ্ঠিত হয় কুমারী পুজো। মিষ্টি ফুল দিয়ে পুজো করা হয় কুমারীদের।চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব।

আরও পড়ুন-রামচন্দ্র ও সীতা কবে থেকে বিজেপির হল, প্রশ্ন রচনার

চলতি বছরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০০ কুমারীকে মাতৃরূপে পুজো করা হচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে। এই রামনবমীর দিন আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।এই দিনে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে লোকেরা ছোট ছোট মেয়েদের ভোজন করাতে হয়। তারপর ব্রত-উপবাস ভঙ্গ করতে হয়।

Latest article