আদালতের নির্দেশ একপ্রকার অমান্য করেই পূর্ব মেদিনীপুরের (East Midnapur) এগরায় (Egra) লোকসভা ভোটের মুখে রামনবমীর (Ramnavami) শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল । গতকাল রামনবমী উপলক্ষে এগরাতে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অভিযোগ করা হয় সেই শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাচ্ছিল, তখন সেই মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। শোভাযাত্রা হামলার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরেই এগরা থানা বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করে।
আরও পড়ুন-চাঁদনি চকে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
শোভাযাত্রায় পাথরের আঘাতে ৪ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। উত্তেজনা মাত্রাতিরিক্ত আকার ধারণ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কাঁদানে গ্যাসের শেল ফাঠানো হয়। এদিনের এই হিংসার অভিযোগে শোভাযাত্রায় সামিল ৪ ‘রামভক্তকে’ পুলিশ আটক করে নিয়ে যায় এগরা থানায়। এই অবস্থায় দোষীদের ছাড়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অবরোধ চলে। বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা বেলদা-কাঁথি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ দেখায় যার ফলে সাধারণ মানুষকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়।