রানাঘাটের (Ranaghat) বিজেপি (BJP) বিধায়ক মুকুটমণি অধিকারীকে (Mukutmani Adhikari) এবার লোকসভা নির্বাচনে (Loksabha Election) প্রার্থী করেছে তৃণমূল (Trinamool congress)। এবার বিধানসভায় গিয়ে তিনি পদত্যাগ করলেন। ভোটের আগেই বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। রানাঘাট কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেওয়া হয়েছে। ভোটের ময়দানে নামার আগে বিধায়ক পদ ছাড়লেন মুকুটমণি। আজ, বৃহস্পতিবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। এদিন তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন স্পিকার। তিনি বলেন, ‘‘মুকুটমণি অধিকারী পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বতঃস্ফূর্ত ভাবেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেউ ওঁকে এই কাজ করতে প্ররোচিত করেননি, কোনও ভীতি প্রদর্শন করা হয়নি। আমি ওঁর উত্তরে সন্তুষ্ট হয়েছি এবং পদত্যাগপত্র গ্রহণ করেছি।’’
আরও পড়ুন-প্রচারে বেরিয়ে এক ব্যক্তিকে স্নান করিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী
প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দেন। রাজ্যের শাসকদলের কাছে এটা বড় ধাক্কা হলেও বিজেপি বিধায়ক মুকুটমণিকে দলে নিয়ে নেয় তৃণমূল। বিজেপির এই মতুয়া বিধায়ক গত লোকসভা নির্বাচনে ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিজেপির প্রথম পছন্দ। রাজ্য সরকারি হাসপাতালের কাজ থেকে তিনি ছাড়া না পাওয়ায় প্রার্থী করা হয় জগন্নাথ সরকারকে। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি। কিন্তু এবার তাঁর নাম রাখেনি দল। প্রথম দফাতে রানাঘাটে প্রার্থী করা হয়েছে জগন্নাথ সরকারকেই। তার পরেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তৃতীয় দফায় ১৩ মে রানাঘাটে ভোটগ্রহণ হবে। তাই আজ বৃহস্পতিবার বিধায়ক পদ ছাড়লেন মুকুটমণি অধিকারী।