প্রচারে বেরিয়ে এক ব্যক্তিকে স্নান করিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী

নববর্ষের দিন বাঁকুড়ায় আয়োজিত শোভাযাত্রায় হুডখোলা গাড়িতে জুতো পালিশ করতে দেখা যায় বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে।

Must read

বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার (Bankura) ইন্দপুর ব্লকের কেরালা গ্রামে প্রচারে গিয়ে অশোক রায় নামের এক ব্যক্তিকে স্নান করিয়ে দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী সুভাষ সরকার। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে বলা হয়, মানবিকতার খাতিরে যদি সুভাষ এই কাজ করে থাকেন, তা হলে তা জাহির করার কী আছে? নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন সুভাষ সরকার।

আরও পড়ুন-আসানসোলের বারাবনি বিধানসভার বড়থানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

নববর্ষের দিন বাঁকুড়ায় আয়োজিত শোভাযাত্রায় হুডখোলা গাড়িতে জুতো পালিশ করতে দেখা যায় বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। এর ফলে সৃষ্টি হয় বিতর্ক। সেই বিতর্কের মাঝেই আজ, বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে এক ব্যক্তিকে স্নান করিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করলেন তিনি। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ব্রাহ্মণডিহা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান সুভাষ সরকার। সেখানে বিভিন্ন গ্রামে ঘুরে বেলা সাড়ে ১২টা নাগাদ কেরালা গ্রামে পৌঁছন। সুভাষ সরকার এই ঘটনায় জানান, তিনি গরমের মধ্যে এক জনকে স্নান করতে সাহায্য করেছেন। বিতর্কের জেরে তিনি জানান, ‘‘প্রবল দাবদাহে পুড়ছে বাঁকুড়া। জেলা জুড়ে তাপপ্রপবাহ চলছে। কেরালা গ্রামে প্রচার চালানোর সময় দেখলাম এক ব্যক্তি গাছের তলায় বসে রয়েছেন। গরমে কষ্ট পাচ্ছেন। তার সামনে ঠান্ডা এক বালতি জল রয়েছে। মনে হল, তাঁর স্নান করার ইচ্ছে আছে। তাই তাঁকে স্নানে সাহায্য করলাম।’’

Latest article