খ্রিস্টান স্কুলে ইউনিফর্মের পরিবর্তে ‘হনুমান দীক্ষা পোশাক’, প্রতিবাদ করাতে প্রিন্সিপাল সহ ২ জনের বিরুদ্ধে মামলা

১৫৩ এ, ২৯৫এ ধারায় প্রিন্সিপাল সহ ২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। অভিভাবকদের দাবি স্কুলের তরফে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।

Must read

হায়দরাবাদ (Hyderabad) থেকে ২৫০ কিলোমিটার দূরে কান্নেপাল্লি গ্রামে তেলাঙ্গানার (Telangana) মাঞ্চেরিয়ালের এক খ্রিস্টান স্কুলে (Christian school) কিছু পড়ুয়া ‘হনুমান দীক্ষা পোশাক’ পরে স্কুলের ভিতরে ঢোকে। স্কুলের ইউনিফর্মের পরিবর্তে এদিন গেরুয়া পরে স্কুলে ঢোকায় সেই নিয়ে প্রশ্ন তোলে স্কুল। তারপরেই স্কুলে ভাঙচুর শুরু হয়। তেলাঙ্গানার ওই স্কুলের নাম ‘ব্লেসড মাদার টেরেসা’। সেই স্কুলের প্রিন্সিপাল সহ ২ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ১৫৩ এ, ২৯৫এ ধারায় প্রিন্সিপাল সহ ২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। অভিভাবকদের দাবি স্কুলের তরফে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।

আরও পড়ুন-বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মুকুটমণি

উল্লেখ্য, বেশ কয়েকজন পড়ুয়া গেরুয়া বসন পরে স্কুলের ভিতরে যায়। সেই সময় প্রিন্সিপাল এমনটা দেখে ওই পড়ুয়াদের অভিবাবকদের ডেকে পাঠান। কেন ইউনিফর্ম না পরে তারা ওই পোশাক পরেছেন প্রশ্ন করলে প্রচুর লোকজন এসে স্কুলে ভাঙচুর চালায়। স্কুলের তরফে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। নিয়ম বিরুদ্ধ কাজ দেখে স্কুলের প্রিন্সিপাল গেরুয়া বসন নিয়ে প্রশ্ন তুললে, জবাব দিয়েছে পড়ুয়ারা। তারা জানায় ২১ দিনের ‘হনুমান দীক্ষা পোশাক’ পালন করছে তারা। প্রিন্সিপাল জয়মন জোসেফ পড়ুয়াদের বাবা মাকে স্কুলে আসতে বলেন। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, স্কুলের বাইরে গেরুয়া বসন পরে কয়েকজন জয়শ্রীরাম স্লোগান দিচ্ছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সমস্যা গুরুতর আকার নেয়।

Latest article