মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্যের (Amit Malviya) বিরুদ্ধে। এই অবস্থায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নারী সমাজকে অপমান করেছেন মালব্য এমনই অভিযোগ জানান চন্দ্রিমা ভট্টাচার্য। গত শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন অমিত মালব্য। তিনি বলেন ভোটের প্রচারে জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপত্তিকর মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি।
আরও পড়ুন-বাঙালির শ্রীরাম আর মোদিজির রাম-রসায়ন কিন্তু এক নয়
আজ গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দকায়ের করেন চন্দ্রিমা। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী তথা নারী সমাজকে অপমান করেছেন অমিত। চন্দ্রিমা এদিন জানান, “অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ করেছি। উনি আমাদের নেত্রীর বক্তব্যকে বিকৃত করেছেন। একজন মেয়ে ও বাংলার মা হিসাবে আমি লজ্জা বোধ করছি। আমাদের নেত্রীকে সবাই জানেন। তিনি কী সংস্কৃতি মনস্ক সেটা কারোর অজানা নয়। তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। ওই শব্দটার ইংরেজি করলে কি শুদ্ধ হয়ে যায় নাকি? এইসব ঘটনার কারণেই আমরা বলি বহিরাগতর দল এখানে এসেছে।”