‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-যোগ্যদের কেন ভুগতে হবে? রাজ্য জুড়ে আন্দোলনে চাকরিহারারা
হিটলারি
অনেক খুঁজলে
চক্রান্ত শিবির
অনেক গলালে মাথা
পেরেছ কি তবু
বাধ্য করতে
তোমার বাধ্যতা?
ব্যথার ব্যাধিরে
বিধি বিকিরণ
শিহরনে তুমি সঞ্চারি
অজস্র অরণ্যর ক্রন্দরে
সিঞ্চিত শর্তের
তুমি গুঞ্জারি।
অর্পণে আমি অর্পিলতা,
আগুয়ানে আধা কাণ্ডার
দর্পণে ধরি কান্ডারি।
মন্দা মাণ্ডার মাধুরী সন্ধ্যায়
কুৎঝঙ্কারে সাধা
পল্লবিত হই আমি মঞ্জরী।
মেঘস্বীতার মেঘতমালে—
মহিমান্বিত আকাশ,
রামধনুতে সাজে সুন্দরী
কালোর কালো অন্ধকারে
ব্যাধি বোধোদয়
ভাষাকে করো হারিকিরি?
হঠকারিতার অমানিশার ঝড়ে
বুদ্ধি পেলো বিলুপ
চলছে দম্ভ হিটলারি
থামার জন্য কত দাম নেবে?
কত সংলাপ
বাক্যহারা বাক স্বৈরাচারী?