প্রতিবেদন : বিদেশে পড়তে গেলে আদিবাসী ও তফসিলি জাতি উপজাতির পড়ুয়ারা ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন। রবিবার মালদহের সুজাপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী সে কথা মনে করিয়ে দিয়ে বলেন, আদিবাসীদের উন্নয়নের জন্য তৃণমূল সরকার অনেক কাজ করেছে। জয় জোহার প্রকল্পের উদ্ভাবন ঘটিয়েছে এই সরকার। কোনওভাবেই যাতে আদিবাসী জনজাতি পিছিয়ে না থাকে সে-বিষয়ে বারবার নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আদিবাসী পড়ুয়াদের বিদেশে পড়তে যাওয়ার জন্য ৩০ লাখ টাকা ঋণের বিষয়টিও আর একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, বিজেপি কখনও আদিবাসীদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, কখনও আদিবাসী-মুসলিম দাঙ্গা লাগিয়ে দেয় কখনও হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে দেয়।
তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, আদিবাসীদের জন্য বিজেপি সরকার কী করেছে? আমরা বহুবার প্রস্তাব করার পরেও সারি ও সারনা ধর্মকে সম্মান দেওয়া হয়নি কেন? ভোট আসলে খালি টাকা দেওয়ার প্রতিশ্রুতি। আদিবাসীদের উপর সব থেকে বেশি অত্যাচার হচ্ছে। আর প্রধানমন্ত্রী সমানে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। একজন প্রধানমন্ত্রীর এত মিথ্যে কথা বলা শোভা পায় না। আদিবাসীদের জন্য বিশেষ সুবিধা তারা বিদেশে পড়তে গেলে ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবে। জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুযোগ করা হয়েছে।