প্রতিবেদন: বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই দিল্লিতে বিজেপির স্বেচ্ছাচারের প্রতিবাদ জানাল আম আদমি পার্টি। রবিবার রাজধানীর রাজপথে ‘ওয়াক ফর কেজরিওয়াল’ শীর্ষক এক পদযাত্রার আয়োজন করেছিল আপ। কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি ওয়াশিং মেশিন। আপ নেতৃবৃন্দ জনগণের কাছে তুলে ধরছিলেন, কেমন করে দুর্নীতিগ্রস্তরা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেই ক্লিনচিট পেয়ে যান অনায়াসেই। চূড়ান্ত অসৎও পেয়ে যান সততার সার্টিফিকেট। কেউ আবার বিরোধীপক্ষে থাকলেই দুর্নীতিগ্রস্ত, আর বিজেপিতে এলেই সৎ—এই হল বিজেপির দ্বিচারিতা। লক্ষণীয়, বিজেপির আসল রূপটা মানুষের কাছে বেআব্রু করে দিতে ওয়াশিং মেশিনকে প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তৃণমূলের ধরনামঞ্চে রাখা হয়েছিল এই ওয়াশিং মেশিন। সঙ্গে বাঁধা হয়েছিল গানও। দারুণ সাড়া ফেলে দিয়েছিল সেই আইডিয়া। এবারে দিল্লিতে এই প্রতীককে সামনে রেখেই গেরুয়া বিরোধী প্রতিবাদকে ব্যতিক্রমী মাত্রা দিল আপ।
আরও পড়ুন-হঠাৎ ইস্তফা দিল্লি কংগ্রেস সভাপতির
রবিবার সকালে আপের এই পদযাত্রার আয়োজন করেছিল দলের যুবশাখা। লক্ষ্য, কেজরির গ্রেফতারির প্রতিবাদ এবং একইসঙ্গে নির্বাচনী প্রচার। আপনেতা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানালেন, ‘জেল কা জবাব ভোট মে’ নামে কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই পদযাত্রার ডাক দেওয়া হয়। আসলে নরেন্দ্র মোদি স্পষ্টতই নার্ভাস হয়ে পড়ছেন। তাঁর অবস্থানের সাম্প্রতিক পরিবর্তনই বুঝিয়ে দিচ্ছে, তিনি নিজেও বুঝতে পারছেন, ক্ষমতায় আসছেন বিরোধীরাই। কেজরিওয়াল ঘনিষ্ঠ মন্ত্রী অতিশীর কথায়, বিজেপি ভেবেছিল, কেজরিওয়ালকে জেলে ভরলে নির্বাচনী প্রচার করতে পারবে না আপ। কিন্তু দিল্লির মানুষ বিশাল পদযাত্রায় অংশ নিয়ে বুঝিয়ে দিল তাঁরা আছেন কেজরির পাশেই।
একটা কথা স্পষ্ট, কেজরির অনুপস্থিতিতে আপের নির্বাচনী প্রচারের মূল দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন কেজরপত্নী সুনীতা। শনিবার পূর্ব দিল্লিতে দলের মেগা রোড-শোয়ের নেতৃত্বে ছিলেন তিনিই। দক্ষিণ দিল্লি, নিউদিল্লি কেন্দ্র ছাড়াও গুজরাত, হরিয়ানা এবং পাঞ্জাবে দলের প্রচারে প্রধান মুখ সুনীতা কেজরিওয়ালই।