কলকাতা বিমানবন্দরের পর এবার দেশের চার বিমানবন্দর (Four Airport) বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। ভোপাল বিমানবন্দরে হুমকি মেইলে জানানো হয়, রাজা ভোজ বিমানবন্দরে বোমা রাখা আছে। এরপরই গোটা বিমানবন্দরকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। যদিও কিছু মেলেনি বলে বিমানবন্দর সূত্রে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- উপত্যকায় ভূমিধসে ২ দিনে মৃত্যু ২২ জনের, বৃষ্টি-তুষারপাতের জেরে বিপর্যস্ত জনজীবন
এদিকে, গোয়ার ডাবোলিম বিমানবন্দরে, রাজস্থানের জয়পুর এবং উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দর (Four Airport) কর্তৃপক্ষও হুমকি মেইল পেয়েছে। গোয়া বিমানবন্দর তরফে জানানো হয়েছে, হুমকি মেইল পাওয়ার পর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তবে তল্লাশি অভিযান চালিয়ে কোথাও বোমা মেলেনি। তবে এই ঘটনার জেরে বিমান পরিষেবা ব্যাহত হয়নি স্বাভাবিক রয়েছে। জয়পুর এবং কানপুর বিমানবন্দরও একই রকম হুমকি মেইল পেয়েছিল। যদিও সেখানেও কিছু পাওয়া যায়নি। এর আগে গতকালই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পেয়েছিল। কিন্তু তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি। কোথা থেকে এই হুমকি মেইল পাঠানো হয়েছে, তা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।