নয়াদিল্লি, ৯ মে : বজরং পুনিয়ার চাপ আরও বাড়ল। ন্যাশনাল অ্যান্টি ডোপিং সংস্থা বা নাডার পর এবার অলিম্পিক পদকজয়ী ভারতীয় কুস্তিগিরকে নির্বাসিত করল আন্তর্জাতিক কুস্তি সংস্থা। ডোপিং বিতর্কের জেরে বজরংকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাসনে পাঠানো হল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক কুস্তি সংস্থা। এর ফলে বজরংয়ের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করা বিশবাঁও জলে! প্রসঙ্গত, গত মার্চে সোনপথে অলিম্পিকের জন্য আয়োজিত জাতীয় পর্যায়ের ট্রায়ালে ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা দেননি বজরং। সেই অপরাধে তাঁকে সব ধরনের টুর্নামেন্ট থেকে সাময়িকভাবে নির্বাসিত করেছিল নাডা।
আরও পড়ুন-‘বিজেপির মিথ্যাচারের বেলুন চুপসে গিয়েছে’ ভার্চুয়াল সভায় তোপ অভিষেকের
তাদের অভিযোগ, ট্রায়াল চলাকালীন নাডার প্রতিনিধিরা একাধিকবার বজরংয়ের কাছে মূত্রের নমুনা চেয়েছিলেন। কিন্তু তারকা কুস্তিগির নমুনা দিতে সাফ অস্বীকার করেন। পাল্টা বজরং দাবি করেছিলেন, মেয়াদ উত্তীর্ণ কিটে তাঁর মূত্রের নমুনা নিতে এসেছিলেন নাডার আধিকারিকরা। এদিকে, এই আবহে বিতর্কে জড়িয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)। বজরং নির্বাসিত হওয়া সত্ত্বেও তাঁর বিদেশ ট্রেনিংয়ের জন্য প্রায় ৯ লক্ষ টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছে সাই! এই প্রসঙ্গে বজরংয়ের বক্তব্য, ‘‘সাইয়ের এই সিদ্ধান্তে আমিও অবাক হয়েছি। নির্বাসিত হওয়ার সুবাদে এই মুহূর্তে বিদেশে ট্রেনিং করতে যাওয়ার সুযোগ আমার নেই। সেই কথা সাইয়ের আধিকারিকদের জানিয়েও দিয়েছি।’’