নয়াদিল্লি, ১৩ মে : মঙ্গলবার কোটলার ২২ গজে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচটা দুটো দলের কাছেই ডু অর ডাই। ১২ ম্যাচে ১২ পয়েন্ট লখনউয়ের। শেষ দুটো ম্যাচ জিতল সর্বোচ্চ ১৬ পয়েন্টে পৌঁছবে তারা। তাতে শেষ চারে থাকার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন-তছরুপ : ধৃত গদ্দার ঘনিষ্ঠ বিজেপি নেতা
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের যাবতীয় প্রচার একাই কেড়ে নিচ্ছেন কে এল রাহুল। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর, মাঠেই ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনার মুখে পড়েছিলেন রাহুল। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। শোনা যাচ্ছে, পরের মরশুমে আর লখনউয়ে থাকছেন না রাহুল। দিল্লির বিরুদ্ধে ম্যাচটা তাঁর কাছে জবাব দেওয়ার মঞ্চ হিসাবেই চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। ভক্তরাও এই ম্যাচে রাহুলের ব্যাট থেকে ম্যাচ জেতানো ইনিংস দেখার জন্য মুখিয়ে রয়েছেন। যা হবে ফ্র্যাঞ্চাইজির মালিকের ভর্ৎসনার যোগ্য জবাব।
আরও পড়ুন-মুম্বইতে ধুলোর ঝড়ে ভেঙে পড়ল বিশালাকার লোহার বিজ্ঞাপনের বোর্ড, আহত ৩৫
উল্টোদিকে, শেষ ম্যাচে আরসিবির কাছে হেরে বিধ্বস্ত দিল্লি শিবির। খারাপ ফিল্ডিং এবং অবিবেচক ব্যাটিং ওই ম্যাচে ডুবিয়েছিল দিল্লিকে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া দিল্লির এটাই শেষ ম্যাচ। জিতলে সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছবে তারা। দিল্লির জন্য সুখবর, এই ম্যাচে অধিনায়ক ঋষভ পন্থকে তারা পাচ্ছে। তিন ম্যাচে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হয়ে আরসিবির বিরুদ্ধে খেলতে পারেননি পন্থ। তাঁর উপস্থিতি দলকে বাড়তি অক্সিজেন দেয় কিনা, সেটাই এখন দেখার।