“রিদম” বা “ছন্দ”। বিশিষ্ট চিত্রশিল্পী (Artist) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee)-এর ছবি প্রদর্শনীর (Art Exhibition) উদ্বোধনে শিষ্য! শনিবার সন্ধ্যায় শিক্ষাগুরু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রদর্শনীর উদ্বোধন ঘটলো শিষ্য কুণাল ঘোষের (Kunal Ghosh) হাত ধরে। গুরু-শিষ্য দু’জনেই এই ঘটনায় আপ্লুত।
আরও পড়ুন-Luizinho Faleiro: লুইজিনহ ফালেরিওকে বাংলা থেকে রাজ্যসভায় মনোনয়ন তৃণমূল কংগ্রেসের
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছবি প্রদর্শনী আজ শনিবার ১৩ নভেম্বর থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হল। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। শিল্পীর ক্যানভাসে ধরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর ওয়েস্ট গ্যালারিতে ২১টি অসাধারণ ছবি শোভা পাচ্ছে। যা দেখতে প্রথম দিনেই উপচে পড়ল ভিড়।
আরও পড়ুন-Luizinho Faleiro: লুইজিনহ ফালেরিওকে বাংলা থেকে রাজ্যসভায় মনোনয়ন তৃণমূল কংগ্রেসের
ছেলেবেলায় যাঁকে আঁকা শিখিয়ে ছিলেন, সেই কুণাল ঘোষকে দিয়েই এবারের তাঁর ছবি প্রদর্শনীর উদ্বোধন করলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শিল্পীর বক্তব্য, “কুনাল আমার পাড়ার ছেলে। ছোটবেলা থেকেই আমি ওকে চিনি। পাড়ার এমন কোনও মানুষ নেই, যার উপকারে এগিয়ে আসেনি কুনাল। ও আমার ছাত্রও বটে। তাই ওকে ছাড়া অন্য কাউকে দিয়ে উদ্বোধনের কথা এবার আমি ভাবতেও পারিনি।”
অন্যদিকে গুরুর চিত্র প্রদর্শনীর উদ্বোধনে এসে নস্টালজিক কুনাল। কিছুটা আবেগপ্রবণও। বললেন, “অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমার অঙ্কনের শিক্ষাগুরু। আমার পাশের বাড়িতেই উনি থাকেন। কাকু বলি। ছোটবেলা থেকেই তাঁর আঁকা দেখে বড় হয়েছি। তাঁর কাছে আঁকা শিখেছি। একটা সময় আমরা ছাত্র-ছাত্রীরা মিলে এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসেই ছবির প্রদর্শন করেছিলাম। তখন অভিজিৎবাবু উদ্বোধন করেছিলেন। আর আজ আমি তাঁর ছবি প্রদর্শনীর উদ্বোধন করলাম। যা আমার কাছে খুব গর্বের।”
ত্রিপুরা থেকে আজই কলকাতা উড়ে এসে সোজা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করলেন কুনাল ঘোষ।